ইতমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো শেষ হয়েছে এতে করে প্রত্যেকের ঘরে যেন জ্বলছে আশার আলো এই আশার আলো সকলকে দেখাচ্ছে উন্নয়নের সম্ভাবনা এই সম্ভাবনা দেখেই আগামী ভবিষ্যৎ উজ্জলের জন্য চলছে তরুণরা ।ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়েছে গ্যাস ও বিদ্যুতের ঘাটতি এই ঘাটতি যেন কিছু ছাড়ছে না বাংলার মানুষের পিচ থেকে বিদ্যুতের ঘাটতিতে বাংলার জনজীবন যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।চলমান গ্যাস ও বিদ্যুৎ–সংকট কাটিয়ে উঠতে কমানো হতে পারে সরকারি অফিস–আদালতের সময়। করোনা মহামারির সময়ের মতো আবার চালু হতে পারে হোম অফিস। চলমানএই ঘাটতিতে সরকারি তদারকিতে শীতাতব্য তত্ত্ব এসি এর ব্যবহার কামানো হবে বলে এবং এর পর্যবেক্ষণ করা হবে নিয়মিত বলে জানান বিশেষজ্ঞরা এই লোডশেডিং আরও দীর্ঘতম সময় ধরে চলতে পারে বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ–বিষয়উপদেষ্টা তৌফিক–ই–এলাহী চৌধুরী এ কথা বলেছেন। সারা দেশে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হয়।