সিলেটে অস্বাভাবিক বন্যা কবলিত মানুষ এরমধ্যে এক যুবক নিখোঁজ ।মাছ ধরতে গিয়ে আলমাস উদ্দিন নামের এক যুবকের মৃত্যু। নিখোঁজের 18 ঘন্টা পর গত কাল শুক্রবারে দুপুরে উপজেলা সাতবাক ইউনিয়নের নয়াগ্রাম এক জমি হতে তার লাশ উদ্ধার করা হয়। নয়া ঠাকুরের গ্রামে নাজির উদ্দিন এর ছেলে।
পুলিশের কাছ হতে জানা যায় গত বৃহস্পতিবার সন্ধ্যা 6 টায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় আলমাস উদ্দিন । এরপর তিনি আর বাড়ি ফেরেননি। এটা দেখে তার পরিবারসহ গ্রামের লোকেরা খোজাখুজি করে পাননি তাকে। পরের দিন নয়াগ্রামের এক জমিতে লাশ দেখতে পেয়ে স্বজনেরা পুলিশকে জানান 12 ঘন্টা পর পুলিশ লাশ উদ্ধার করে। পরে সেখানকার ভারপ্রাপ্ত ওসি মোঃ তাজুল ইসলাম দাশ ময়লাতদন্তের জন্য এম এজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেন সাধারণভাবে বলা হয় যে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় ।