মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল শনিবার সন্ধ্যার দিকে ঝোড়ো বাতাসের সময় হাকালুকি হাওরে আকাশ থেকে নিচে নেমে আসা ফানেলের মতো একটি দৃশ্য দেখা যায়। এ সময় অনেকে দূর থেকে মুঠোফোনে এ দৃশ্যের ভিডিও করেন। অনেকে ছবি তোলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব ভিডিও ও ছবি ভাইরাল হয়ে পড়ে।
আকালুকে হারিয়ে আকাশ থেকে নেমে আসা ফেনেল দেখে অনেকে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন যে আকাশ হতে পানি চুষে নিচ্ছে আবার অনেকে অনেকে কমেন্ট করেন যে এটি আসলে কাল্পনিক কিন্তু আবহাওয়াবিদরা একে গবেষণা করে দেখায় দেখিয়েছেন যে এটি আসলে এক টর্নেডো যা অতিরিক্ত গরমের কারণে সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর ভাষ্য, উপজেলার জায়ফরনগর ও পশ্চিম জুড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকাজুড়ে হাকালুকি হাওর বিস্তৃত সেই দিন সেই এলাকায় ছিল প্রচন্ড গরম এবং নিয়মিত বিদ্যুৎ সেটিং এর কারণে অতিষ্ঠ গরমে পরিণত হয় এই গরম থেকে সৃষ্টি হয় মেঘের আকার এবং মেঘ থেকে বৃষ্টি শুরু হয় এ সময় এই ফ্যানেল আকৃতি টর্নেডোটি আবির্ভূত হয়আবহাওয়া অধিদপ্তরের শ্রীমঙ্গল কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান তিনি বলেন যে হাকালুকি এলাকায় প্রচন্ড গরমের কারণে সৃষ্ট সেই মেঘ হতে টর্নেডো রাখার ধারণ করে। এটি আসলে অন্য কিছুই নয় এটি এক ধরনের দুর্যোগ সেখানে প্রচন্ড গরম হাওয়ায় উত্তপ্ত হয় বায়ু এবং সেখান থেকে বায়ু সরে যায় এ সময় টর্নেট আকারে বায়ু সেই ফাঁকা সংস্থান পূরণের জন্য দিয়ে আসে এটি আসলে টর্নেডো।